বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হলিক্রস গার্লস স্কুলের প্ল্যাটিনাম জুবিলি, মেঘনা ব্যাংকের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট।।
ডেস্ক রিপোর্ট।।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
হলিক্রস গার্লস স্কুলের প্ল্যাটিনাম জুবিলি, মেঘনা ব্যাংকের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

সম্প্রতি হলিক্রস গার্লস হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলির রেজিস্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন পার্টনার এবং সিলভার স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে মেঘনা ব্যাংক পিএলসি। অনুষ্ঠানটি স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

স্কুলের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার পুষ্প তেরেজা গমেজসিএসসিএরিয়া কোঅর্ডিনেটরএরিয়া অব এশিয়া সিস্টার্স অব দ্য হলিক্রসসিস্টার পলিন গমেসসিএসসিচেয়ারপারসনস্কুল ম্যানেজিং কমিটিসিস্টার কল্পনা কস্তাসিএসসিপ্রধান শিক্ষিকাসিস্টার সেশন্তি নকরেকসিএসসিসহকারী প্রধান শিক্ষিকাশিক্ষক প্রতিনিধি রোজদিন সারাকনভেনার৭৫ বছর জুবিলি কমিটিশাম্মি রায়হানশিক্ষক প্রতিনিধিম্যানেজিং কমিটিহলিক্রস গার্লস হাই স্কুল এবং স্কুলের সকল শিক্ষক মন্ডলীপ্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

Article large 1

মেঘনা ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসন উজমা চৌধুরীব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব)মো. ছাদেকুর রহমান এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও)সজীব কুমার সাহাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা

একটি চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক এমন উদ্যোগকে সমর্থন এবং অনুষ্ঠানে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।বিজ্ঞপ্তি।

Article large 2
Loading...
×