বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর প্রথম সভা, সিনেটে যাচ্ছেন ৫ প্রতিনিধি

ফাহিম সরকার
ফাহিম সরকার
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৩ পিএম
ডাকসুর প্রথম সভা, সিনেটে যাচ্ছেন ৫ প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে পাঁচ সদস্যের সিনেটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সর্বাধিক ভোট পেয়েছেন, এমন পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে।

 

Article large 1

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এস এম ফরহাদ এ তথ্য জানিয়েছেন।

তবে কোন কোন সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।  

Article large 2

তিনি বলেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকি না কেন, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের দাবি তুলে ধরতে চাই। সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অল্প সময়ে এক্সিকিউটিভ প্ল্যান করব। নির্বাচিতদের ১২ মাসে কী কী কাজ হতে পারে, কোন সপ্তাহে কী কী কাজ হতে পারে- এসব প্ল্যান করে অল্প সময়ের মধ্যে কাজে নেমে পড়ব।  

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে সিনিটে পাঠানোর ব্যাপারে আলাপ করেছি। আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে কী কী বিষয় মাথায় রাখব, সেই বিষয়েও আলোচনা হয়েছে।  

Loading...
×