বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বেড়েই চলেছে যমুনার পানি

ডেস্ক রিপোর্ট।।
ডেস্ক রিপোর্ট।।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৩:৩১ পিএম
বেড়েই চলেছে যমুনার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এক সপ্তাহ ধরে পানি অল্প বাড়লেও শেষ দুই দিনে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৪৪ ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ৪৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমার প্রায় ২ মিটার নিচে রয়েছে। এ দফায় বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Article large 1

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯১ মিটার। ২৪ ঘণ্টায় ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অন্যদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬৮ মিটার। ২৪ ঘণ্টা ৪৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

পাউবো সূত্র জানায়, গত ২০ জুন থেকে যমুনায় ধীরগতিতে পানি বাড়া শুরু করে। ৩ সেন্টিমিটার থেকে শুরু করে ১৪ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তবে ২৫ জুন থেকে পানি বৃদ্ধির হার বাড়ে।

Article large 2

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। শুক্রবারও পানি বাড়বে। তবে পানি বাড়ার হারটা কমবে। এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই। কারণ উজানের দিকে পানি কমে যাচ্ছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার বলেন, যমুনায় পানি বাড়তে থাকলেও এখন পর্যন্ত ফসলি জমি প্লাবিত হয়নি।



Article large 3
Loading...
×