প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৪:১৭ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

বাজে দিনের পরও ব্যাটারদের পাশে সাদমান

বাজে দিনের পরও ব্যাটারদের পাশে সাদমান
তানভীর আহমেদ

তানভীর আহমেদ

রংপুর বিভাগীয় প্রতিনিধি

কলম্বোয় কঠিন এক দিন পার করেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। কিন্তু তবুও ব্যাটারদের পক্ষে অবস্থান নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। কলম্বো টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৪৬ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার মনে করেন, ভুল শটের দায় ব্যাটারদের ইচ্ছাকৃত নয়, বরং দিনটি ছিল ‘দুর্ভাগ্যজনক’।

দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘শট না খেললে রান হবে না। গলে আমরা যেসব শট খেলেছিলাম, সেগুলোই এখানে খেলেছি—সেখানে বাউন্ডারি হয়েছে, আজ দুর্ভাগ্যক্রমে হয়নি। এটা ক্রিকেটেরই অংশ।’

প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছিল একাধিক ভালো শুরু—মুশফিক (৩৫), লিটন (৩৪), মিরাজ (৩১), মুমিনুল (২১)। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সাদমান স্বীকার করলেন, ‘কিছু শট হয়তো ভুল ছিল। তবে উইকেট খুব ধীর গতির ছিল। সকালে বল খুব একটা নড়াচড়া করছিল না, তবুও আমরা উইকেট দিয়ে এসেছি। আশা করি দ্বিতীয় ইনিংসে এমন হবে না।’

প্রথম দিনের খেলার মাঝে বৃষ্টির দীর্ঘ বিরতি ব্যাটারদের ছন্দে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন সাদমান। ‘বিরতির পর আবার সেট হতে হয়, সেটা সহজ না। এমনিতে কেউ ইচ্ছা করে আউট হতে চায় না। দিনটা হয়তো আমাদের ছিল না।’


প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন