প্রকাশের সময়: সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১:০৪ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ভিসা জালিয়াতিতে জড়িতরা আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না

ভিসা জালিয়াতিতে জড়িতরা আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না
তানভীর আহমেদ

তানভীর আহমেদ

রংপুর বিভাগীয় প্রতিনিধি

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

সোমবার (১ সে‌প্টেম্বর) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস তা‌দের ফেসবু‌কে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ কথা জানায়।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে


প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন