প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

তিয়শ্রী উলামা পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল ৭ সেপ্টেম্বর

তিয়শ্রী উলামা পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল ৭ সেপ্টেম্বর
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

তিয়শ্রী ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে এই মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে।  

পরিষদের বর্তমান সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ জামিল হায়দার, সাধারণ সম্পাদক মুফতি নোমান মাহমুূদী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা তামিম আদনানের নেতৃত্বে মাহফিল সফল করার প্রস্তুতি চলছে।

বুধবার (২৭ আগস্ট) পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহফিলে সভাপতিত্ব করবেন পরিষদের উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান।

মাহফিলে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুনাযেরে যামান আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল বাসিত খান ও মাওলানা আব্দুল কাইয়ূম।

প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন