প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১০:৫৯ এএম প্রিন্টের তারিখ: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ইউনিএসজেডএ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদল

ইউনিএসজেডএ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদল
আরাফাত রহমান

আরাফাত রহমান

সম্পাদক ও প্রকাশক

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদিন (ইউনিএসজেডএ) পরিদর্শন করেছেন বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধিদল।

রোববার (৩ আগস্ট) ইউনিএসজেডএ পরিদর্শন করে দলটি ।

বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার শাহানারা মনিকা এবং দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। ইউনিএসজেডএ এর পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক দাতো ড. ফাদজলি অ্যাডাম তাদের স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক ও আন্তর্জাতিক) অধ্যাপক ড. জুহাইরাহ আরিফ আবদ গাদাস, রেজিস্ট্রার এনচিক মুজাফর মোহাম্মদ দিন, সিওআরএম-এর পরিচালক অধ্যাপক ড. সৈয়রিল্লা ইরয়ানি আহমেদ সানি এবং আইন ও আন্তর্জাতিক সম্পর্ক অনুষদের ডিন অধ্যাপক ড. আমিনুদ্দিন মুস্তাফা। এ সময় ইউনিএসজেডএ তে কর্মরত চারজন বাংলাদেশি প্রভাষকও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউনিএসজেডএ এর পক্ষ থেকে উপাচার্য একটি স্বাগত বক্তব্য দেন। এ সময় একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) এবং প্রোফাইল তুলে ধরা হয়।

হাই কমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের মতো ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার ওপর জোর দেন।

এরপর দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিএসজেডএ এবং বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয় পক্ষের মধ্যে স্মারক উপহার বিনিময় ও ফটোসেশন হয়।

সফর শেষে প্রতিনিধিদল সুলতান জয়নাল আবিদিন হাসপাতাল পরিদর্শন করে, যেখানে তারা হাসপাতালের স্বাস্থ্যসেবা ও শিক্ষাদান সুবিধাগুলো ঘুরে দেখেন।


প্রকাশক : সৈয়দ মাহমুদ মূসা

অফিস এড্রেস :3/1 , Block F , Lalmatia, Dhaka

+8801779338880‬

info@studentbd24.news (সাধারণ তথ্যের জন্য), editor@studentbd24.news (সম্পাদকীয়),

প্রিন্ট করুন